বেঁচে থাকার জন্য আমার তুমুল আকুতি।
ঈশ্বর আমাকে অমর করে দেওয়া যায় না?
সবাই কি আমার মতোই
এমন অবাস্তব চাওয়া রেখে যায়?


মানুষ মরে গেলে আমি তার বয়স জিজ্ঞাসা করি। কত বছর ছিলো উনার?
এইতো ষাট বছর হবে!
তখন আমিও ষাট বছরে মরে যেতে পারি ভেবে কষ্ট হয়।
তখন বছরটাকে মাস,
মাসটাকে সপ্তাহ!
সপ্তাহকে দিন, দিনকে ঘন্টা, ঘন্টাকে মিনিট বানাই।


অবশেষে মিনিটকেও সেকেন্ড বানিয়ে ভাবি আমি বহুসংখ্যক সেকেন্ড বাঁচবো!
এইভেবে আনন্দিত হই।
কিন্তু—
ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখি...
একটি একটি করে সেকেন্ড ক্রমশো ফুরাচ্ছে
তখন আমার মনে হয়
যেন আমার কলিজা ধরে কেউ টানতেছে
ছিঁড়ে খাওয়ার জন্য।