যুদ্ধাদের কথা
মিফতাহুল জান্নাত খাদিজা
★★★★★★★★★★★★★

যুদ্ধ করেছেন যারা
বীর শহীদ তারা,

তাদের ছিল একটি গান
স্বাধীন করবো দিয়ে প্রাণ।

দেশকে ভালোবেসে
প্রাণ দিলো হেসে,

বীর শহীদের কথা
স্বর্ণাক্ষরে গাথা।