কল্পনার রাজ্য

মিফতাহুল জান্নাত খাদিজা

কল্পনার কল্পিত মহারাজ্যে আসি,
গল্পকথার মাঝে হারিয়েছি।
জল্পনার রঙ তুলিতে আঁকি,
দূরন্ত আকাশে উড়ন্ত জোনাকি।

মহাসমুদ্রে ছোট্ট ডিঙি নৌকায় বসি,
তুলি শাপলা-শালুক, আরও কত কী!
সাঁতরে ঢেউয়ের সাথে ধুলি,
সন্ধ্যার মুগ্ধকর গোধূলি।

চাঁদের আলোয় চকচক মাটি,
তারার সাথে অজানা গল্প জুড়ি।
নেচে নেচে যায় সারি সারি পাখি,
চাঁদের পাশে বসি, চোখ জুড়িয়ে দেখি।

ক্রমাগত বয়ে চলে নদী,
অবিরাম, অজস্র, অনন্তকালব্যাপী।
নদীর পাড়ে মাঝি, ঢেউয়ের কারসাজি,
মাতাল হাওয়ায় ভাসি—স্বপ্ন নিরবধি।

কাল্পনিক রাজ্যে জাগরিত আঁখি,
ফুলের সাথে ভাব জমানোর বাকি।
রঙিন ডানায় ভেসে উড়ে প্রজাপতি,
কাল্পনিক রাজ্যে কল্পনারা সাথী।