পূর্ণিমার চাঁদ

মিফতাহুল জান্নাত খাদিজা


---

মেঘের আড়ালে চাঁদটা যখন
লুকিয়ে, চোখের জল মুছে কি তখন?
চাঁদেরও কি কষ্ট আছে
স্নিগ্ধ উজ্জ্বলতার পিছে?

দূর—বহু দূরে—স্বপ্নিল সুদূরে
হারালো কি সে?
আবার কখন হবে উত্তোলন,
সে আশায় ছটফট মন।

পূর্ণিমার আলোয় জগৎ ম্লান,
স্নিগ্ধতা ভরা হৃদয় অম্লান।
সূর্যের রাঙা রং গাত্রে জড়িয়ে
আসে এই ভুবনে পূর্ণিমা ছড়িয়ে।

চন্দ্রিমার চন্দ্রালোক জুড়ে
মৃদু আলোর মোহনা খেলে।
গোলগাল সাজে নীলাভ আকাশে
উল্লাস মনে চাঁদটা যখন হাসে।

বর্ষার ছলছল জলে
পূর্ণ পূর্ণিমা টলমল করে।
নীল আকাশের শুভ্রতা মাঝে
রূপময়ী চাঁদ রূপসী সাজে।