এটি একটি ব্যতিক্রমধর্মী মিছিল
মাতৃভাষা অধিকার আদায়ের মিছিল
স্মরণীয় বরণীয় মিছিল,কালজয়ী মিছিল
লাশের মিছিল,রক্তের মিছিল অবাক করা মিছিল।


১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে
উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা।


তখন উপস্থিত পূর্ব বাংলার জনগণের মধ্যে জন্ম হয়
গভীর ক্ষোভ, নিন্দা আর বিরূপ প্রতিক্রিয়া
কেননা মেনে নিতে পারেনি তাঁরা
খামখেয়ালি, আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্ত।


ফলস্বরূপ;আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে
তখন ওরা আন্দোলন দমনের জন্য
সভা-সমাবেশ বেআইনী ও নিষিদ্ধ ঘোষণা করে।


কিন্তু ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী
বহু ছাত্র, যুবক ও রাজনৈতিক কর্মীরা ধারাকে উপেক্ষা করে
একসাথে বিক্ষোভ মিছিল দেয় শুরু করে।


এই বলে,উর্দু মানি না,রাষ্ট্রভাষা বাংলা চাই
মিছিলটি যখব ঢামেক-এর কাছাকাছি
পুলিশ তখন ১৪৪ ধারা অবমাননার নামে
ছুতা ধরে মিছিলটির উপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করে
তখন মিছিলে গুলিবিদ্ধ হয়ে একুশের ফুলগুলো ঝরে পড়ে।