আমার একুশ ভাষার একুশ
মাতৃভাষার টান
আমার একুশ মায়ের একুশ
দিলাম তবে প্রাণ।


আমার একুশ রক্তে ভেজা একুশ
রাজপথ হলো লাল
আমার একুশ ত্যাগের একুশ
সারা জনম কাল।


আমার একুশ প্রতিবাদী একুশ
অন্যায় করে দূর
আমার একুশ মুক্তির একুশ
পাখির গানের সুর।


আমার একুশ প্রভাতের একুশ
পুষ্প ছড়াছড়ি
আমার একুশ চেতনার একুশ
ঊষা জীবন গড়ি।


আমার একুশ ভাইয়ের একুশ
ভ্রাতৃত্ব বন্ধন আছে
আমার একুশ ঐক্যের একুশ
সবে সবের পাশে।


আমার একুশ কবিতার একুশ
একুশ নিয়ে লেখা
আমার একুশ মিনারের একুশ
ঘুরে ঘুরে দেখা।


আমার একুশ চাওয়ার একুশ
গুলি খেয়ে মরা
আমার একুশ স্বপ্নের একুশ
ওদের করছে তাড়া।


আমার একুশ স্মৃতির একুশ
বারবার মনে পড়ে
আমার একুশ বিশ্বের একুশ
আলোড়নে গড়া।


আমার একুশ আইনি একুশ
বে-আইন করে পার
আমার একুশ ন্যায়ের একুশ
ওরা ছারখার।


আমার একুশ বাংলার একুশ
বাংলায় কথা বলা
আমার একুশ শিক্ষাণীয় একুশ
শিক্ষা নিয়ে চলা।


আমার একুশ কল্পনার একুশ
বাস্তবায়ন হয়
আমার একুশ অপরূপ একুশ
রূপে শেষ নয়।


আমার একুশ গতিশীল একুশ
আলোর বেগে চলে
আমার একুশ চাঁদের একুশ
জোছনার ন্যায় জ্বলে।


আমার একুশ সাজানো একুশ
ফুলে ফুলে পূর্ণ
আমার একুশ প্রশান্তির একুশ
দেখে হই ধন্য।


আমার একুশ শহীদি একুশ
জীবন দিয়েছি তাই
আমার একুশ হৃদয়ের একুশ
ভালোবেসে যেতে চাই।


আমার একুশ রঞ্জিত একুশ
রক্তের খেলা
আমার একুশ বিসর্গের একুশ
লাশের মেলা।


আমার একুশ ১৩৫৮ একুশ
৮ই ফাল্গুন যেই
আমার একুশ ১৯৫২ একুশ
২১শে ফেব্রুয়ারী সেই।


আমার একুশ আপোষহীন একুশ
নত হবে না
আমার একুশ স্বাধীন একুশ
পরাধীন থাকবে না।


আমার একুশ ১৯৯৯ একুশ
আর্ন্তজাতিক স্বীকৃত পায়
আমার একুশ শ্রদ্ধার একুশ
বিশ্বে পালিত হয়।


আমার একুশ প্রতিবাদের একুশ
জুলুম গেলো পালিয়ে
আমার একুশ সত্যের একুশ
মিথ্যা দিলো তাড়িয়ে।


আমার একুশ ১২ টা ১ এর একুশ
পুষ্পস্তবক হয় অর্পণ
আমার একুশ ফুরকান একুশ
জাতির জন্য দর্পণ।


আমার একুশ তোমাদের একুশ
থাকবে সদা ভাই
আমার একুশ সবার একুশ
চলো জীবন বদলাই।