আমার গাঁয়ে সবুজ ঘাসে
বর্ণমালা বসে হাসে।


আমার গাঁয়ে নদীর পাড়ে
বর্ণমালা ছড়িয়ে পড়ে।


আমার গাঁয়ে বিলের ধারে
বর্ণমালা খেলা করে।


আমার গাঁয়ে গাছের ডালে
বর্ণমালা হাওয়ায় দোলে।


আমার গাঁয়ে ধানক্ষেতে
বর্ণমালা ঘুমায় রাতে।


আমার গাঁয়ে সরষে ফুলে
বর্ণমালা উড়ে চলে।


আমার গাঁয়ে ফুলবাগে
বর্ণমালা ঘুমায়-জাগে।


আমার গাঁয়ে পাখির সাথে
বর্ণমালা গানে মাতে।


আমার গাঁয়ে পথের কাছে
বর্ণমালা নিত্য নাচে।


আমার গাঁয়ে আল পথে
বর্ণমালা হাঁটে প্রভাতে।


আমার গাঁয়ে ঝোপঝাড়ে
বর্ণমালা লুকিয়ে পড়ে।


আমার গাঁয়ে সন্ধ্যাবেলা
বর্ণমালা গড়ে মেলা।


আমার গাঁয়ে শীত সকালে
বর্ণমালা আগুন জ্বালে।


আমার গাঁয়ে খেজুরতলায়
বর্ণমালা রস বিলায়।


আমার গাঁয়ে শীতের রাতে
বর্ণমালা সবার সাথে।


আমার গাঁয়ে বসন্তকালে
বর্ণমালা সুর তোলে।


আমার গাঁয়ে মুক্ত হাওয়ায়
বর্ণমালা প্রশান্তি পায়।


আমার গাঁয়ে খোকার আগে
বর্ণমালা কুস্তি লাগে।


আমার গাঁয়ে শিশুর সনে
বর্ণমালা হাসছে মনে।


আমার গাঁয়ে পাঠশালায়
বর্ণমালা পড়তে শেখায়।


আমার গাঁয়ে বাজার হাটে
বর্ণমালা আড্ডায় লুটে।


আমার গাঁয়ে কদুর ঝাড়ে
বর্ণমালা ঘুরে ফিরে।


আমার গাঁয়ে বর্ষাকালে
বর্ণমালা ভেলায় চলে।


আমার গাঁয়ে গ্রীষ্মেকালে
বর্ণমালা ঘামের জলে।


আমার গাঁয়ে ফজরের সময়ে
বর্ণমালা উঠায় জাগিয়ে।


আমার গাঁয়ে বর্ণমালা
মিশে আছে সারাবেলা।