আমিতো নিরাপদ নই!
কবি রুবেল আহাম্মেদ


পদের মধ্যে বিপদ আছে
প্রসাশন গ্রেফতার হলো
আদালত ভয়ে পালাচ্ছে
কখন যে কি হয়ে গেলো!


যারা দিবেন নিরাপত্তা
তারাইতো ভয়ে আছেন
স্বাধীন দেশের এ অবস্থা
জবাব বলেন কি দেবেন?


ঘরে-বাইরে কোথা কেউ
নিরাপদ বোধ করছে না
যেভাবে গুম-খুন হচ্ছেরে
আমি হয়তো টিকবোনা!


যে যেখানেই থাকো সবে
বাঁচার উপায় আছে কি?
ফাঁদ সর্বত্রে পাতা আছে
বলো এইবার বাঁচবো কি?


এই টার্গেটে আবু ত্বহাই
পরের টার্গেটে আমি তুমি
বিদ্বেষীরা ফন্দি আঁকছে!
তাই ছাড়বো কি এই ভুমি?


আমি আছি নিরাপদে?
এমন ভাবনা বোকামি!
সময় হলে ধরবে তোরে
কেন করছো পাগলামি?


যারা আজ পাশে আছে
তারা করবে তোমায় খুন
ইতিহাসতো তাই বলছে!
কেউ দেখবেনা তখন গুণ?


সরিষাতে ভুত ডুকেছে
ভুতের মধ্যেও সরিষা
কাউকে খুজে পাবিনা
বিপদে পড়িয়া দেখে চা?


এতো বেশি লাফালাফি
সময় থাকতে বন্ধ কর
অপকর্মে জড়িত যারা
তাদেরকে'ত জব্দ কর!


আমিও না,তুমিও না
কে আছে বল নিরাপদ?
জান-মাল হরণ হচ্ছে
শুনি শুধু আপদ-বিপদ।


সময় এখন মাঠে থাকার
স্বার্থকে দে জবাই কর!
মানুষের অধিকারটাই
আদায় কর আদায় কর!


তুই মানুষ,আমি মানুষ
চুপ করে থাকোস কেন?
সবাই হচ্ছে নিপীড়িত!
বাদ দে তোর ভন্ড ধ্যান!


আয়রে আয় আন্দোলনে
মানবাধিকার প্রতিষ্ঠা চাই
সর্বশক্তি প্রয়োগে আজ
নিরাপত্তার বিকল্প নাই।