পৃথিবীতে হাজার হাজার ভাষা প্রচলিত আছে,
তার'ই মধ্যে বাংলা ভাষা প্রিয় আমার কাছে।


আমি অন্য ভাষায় কথা বললে মজা নাহি পাই,
বাংলা ভাষার মত মজা কোনো ভাষাতে নাই।


ছোটবেলায় মায়ের মুখে শিখেছি বাংলা ভাষা,
এই ভাষায়ই পূর্ণ হয় আমার সকল প্রত্যাশা।


এই ভাষা কেড়ে নিতে ব্যর্থ হয়েছে তারা,
রক্ত দিলাম,জীবন দিলাম শহীদ হলাম মোরা।


ভাষা আন্দোলনে যোগদান করিনি তাতে সমস্যা নাই,
ভাইদের জন্য দোয়া করি,শ্রদ্ধা করি,মাগফেরাত চাই।


পৃথিবী জুড়ে আছে বাংলা ভাষার মর্যাদা ও সম্মান,
আমরা যথাযথ মূল্যয়ন করবো বাংলা ভাষার অবদান।


আমি একজন বাংলাভাষী বাংলায় কথা বলবো,
অন্য সব ভাষাকে আমি সম্মান করে চলবো।


সবার আগে শিখবো আমি মাতৃভাষা,
প্রয়োজনে শিখবো আমি বিদেশি ভাষা।


বাংলা ভাষা লিখবো আমি বাংলা ভাষায় পড়বো,
বাংলা ভাষার মাধ্যমে আগে সবকিছু জানবো।


আল্লাহর গান গাই আমি মনপ্রাণ দিয়ে,
এমন মজার বাংলা ভাষা যেহেতু দিছেন ফিরিয়ে।


বাংলা ভাষাতেই শুরু আমার বাংলা ভাষাতেই শেষ।