ভাষা আন্দোলন কী?


উর্দু মানি না,মানবো না এর আন্দোলন
মাতৃভাষাকে রাষ্ট্র করার আন্দোলন
১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত আন্দোলন
সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির আন্দোলন
মৌলিক অধিকার রক্ষার আন্দোলন
প্রায় ২০০০ কি.মি.পার্থক্যের আন্দোলন
গভীর ক্ষোভ ও নিন্দার আন্দোলন
আকস্মিক ও অন্যায্য বিরোধী আন্দোলন
১৪৪ ধারা ভঙ্গের আন্দোলন
মিছিল ও সমাবেশ করার আন্দোলন
পূর্ণ হরতাল পালনের আন্দোলন
শহীদ মিনার গড়ার আন্দোলন
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আন্দোলন
সর্বক্ষেত্রে বাংলা ব্যবহারের আন্দোলন
স্বাধীনতার বীজ বপনের আন্দোলন
জনসাধারণের প্রতিবাদের আন্দোলন
বিরল আত্মত্যাগের আন্দোলন
সজাগ ও সচেতন হওয়ার আন্দোলন।