সেই ছেলেবেলা থেকে আমি আমাকে দেখে এসেছি
কেন যেন আমি অন্যদের থেকে আলাদা
মনে হয় আমিই যেন কোন এক ভিন গ্রহের প্রাণী  
কারো সাথে আমার কোন মিল নেই  ।


ঠিক তার পরের অধ্যায় ; নিজেকে অন্যদের মত মানিয়ে নেয়ার
এক সংগ্রাম । যতটুকো পারা যায়
বছরের পর বছর পাড়ি দিলাম সে পথ ধরেই
অবশেষে বত্রিশে এসে কোথায় যেন পথ হারিয়ে ফেললাম
যাক ; অবশেষে হেরেই গেলাম
এ হার আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণাকেও হার মানিয়েছে ।


হয়ত তোমরা অনেক ভাল থাকবে; হয়ত না
কারন অন্যকে কষ্ট দিয়ে কতটা সুখে থাকা যায়
সে আমি ভাল করে জানি ।


তাই আমি বলব- এই কবিতা যদি শেষ কবিতা হয়
তোমরা কি দুঃখ করবেনা ? না
তার কোন প্রয়োজন নেই ।  
আমিও চাই আমাকে ভুলে যেও
মুছে ফেল তোমাদের সমস্ত পাপ – যদি সম্ভব হয়
আর আমি অন্য গ্রহের বাসিন্দা হয়ে হয়ত ভালই থাকব ।


নারায়ণ গঞ্জ
০৯/০৫/১৭