কবে যে আমার মৃত্যু হয়েছে তা আমি নিজেই জানিনা
আমি শুধু আমার দেহের মাঝে আছি  
যে দেহ তোমারও প্রতিনিয়ত দেখ ।


আমি চেয়ে দেখি সেই – পুরানো কত সব স্মৃতি
আপন মানুষজন , আত্মীয় , বন্ধুবান্ধব, ঘরের ভিতরের প্রিয়জন  
কি অদ্ভুদ সবাই আজ জীবিত অথচ আমি – মৃত
সত্যিই আমি মৃত; অথচ লাশ নই ।
এ দেহের কোন গন্ধ নেই – নেই ভয়ানক কোন আকৃতি
তবুও অনেক মানুষ চেয়ে দেখেনা এ দেহকে
তাহলে কি আছে এ দেহে ? কেনইবা মৃত মনে হয় ?


আমার মনে হয় আমি এখনো বেঁচে আছি  
যদি তাই হয় – আমি আবার বেঁচে উঠতে চাই
আমি আবার তোমাদের শহরে বিচরন করব
আবার ফিরে আসব আমি তোমাদের ঘরে ঘরে –
করব আবার নবান্নের উৎসব  
ঘরে ঘরে পিঠা পায়েসের গন্ধ বিলিয়ে দেব আবার
আমি আসব । নিশ্চয় আসব ।


১২/০৮/১৭