আমি আজও শুনতে পাই-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে
ভেসে আসছে সেই দীপ্তময় স্লোগান ;
রাষ্ট্র ভাষা বাংলা চাই
মানতে হবে মানতে হবে।।


কে জানতো সেদিন বন্দুকের নলের
ক্ষিপ্ত  বুলেটের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাবে
আমার ভাইয়ের বুকের পাঁজর।


আমার ভাই সালাম বরকত রফিক জব্বারের
রক্তে সেদিন রাজপথে লেখা হয়েছিল
স্বাধীনতার চুড়ান্ত ইতিহাস।


আমরা তোমাদের ভুলবো না
তোমাদের রক্তে আঁকা এ মানচিত্র
কখনো কলংকিত হতে দেবো না।


২১ ফেব্রুয়ারী ২০২৩