অপরিচিত পথে চলছে এ গাড়ী
থুয়ে এসেছি কত দূর আমার বাড়ি ।
ছুটে চলি দিক বেদিক কারনে বা অকারনে
স্বর্গীয় সুখ পাই এ ক্লান্ত মনে ।
আমার যেতে ইচ্ছে করে ঠেকেছে যেথা আকাশ
উত্তাল সমুদ্রের সাথে বয় নির্মল বাতাস ।
সবুজ প্রকৃতি যেথা বনের পরে বন
মনে কয় সেখানে থাকি আজীবন ।  
যেখানে নদীর সাথে মাঝি কয় কথা
ও গাড়ি আমারে নিয়ে যাও সেথা ।
রাত জেগে পড়ে বুড়ো বেহুলার পুঁথি
শুনবো জেগে আমি পৌষের রাতি ।
গেয়ে যাব আজীবন বাংলার গান
যতদিন রয়েছে এ দেহে প্রান ।  


২৭/০১/২০০২
ডাংধরা