বিরহ আমার ভালো লাগে
তাই বিরহ কিনতে যাই তোমার হাটে
ইচ্ছেমত কেনাকাটা করি তোমার প্রেমের বাজারে ।
সুখের যত উপকরণ আছে সব কিনি – অবশেষে ঘরে ফিরি
থরে থরে সাজিয়ে রাখি মনের সকেসে
তারপর স্বপ্ন বুনাই ; কতরকম স্বপ্ন
স্বপ্নেরা মিছিল করে আমার মনের ভিতর ।


এক সময় আমি বুঝতে পারি আমার সমস্ত সুখের উপকরণ
বিরহের পুস্পমালা হয়ে আমার গলায় শোভা পায়
তবুও আমি ভালো আছি কারন –
বিরহ আমার ভালো লাগে ।


১০/১০/১৭