বেশ কয়েকদিন যাবত রাতের ঘুম ভাল হচ্ছেনা
মিছেমিছি রাজ্যের চিন্তা মাথায় এসে খেলা করে
শূন্যতা আমাকে গ্রাস করে ফেলে –
তখন আর ভেবে পাইনা কি করব ।
শত কষ্টেও যখন রাতে ঘরে ফিরে
তোমার বুকে মাথা রেখে বিছানায় যেতাম
আলাদা এক প্রশান্তিতে আমার বুক ভরে যেত
এখন তোমার শূন্যতা অনুভব করছি
ভিতরের কষ্টটা ক্রমে বেড়েই চলেছে ।


জানিনা আর কতদিন এভাবে পুড়তে হবে
অবশেষে হয়ত সুখটার দেখা পাব –
তুমি ভেবনা প্রিয়তমা
সুখের দেখা আমরা পাবই ।


যখন আমি একা থাকি – ঘরটা বড় শূন্যতা লাগে
কেমন যেন নিরব নিথর হয়ে আছে
আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো দুটি বাছাধন
আমার দৃষ্টির বাইরে চলে গেছে
ওরা কেমন আছে প্রিয় ? ওরা কি আমার কথা বলে ?
আমি যেমন শূন্যতার মাঝে ওদেরকে খুজি
ওরাও কি আমাকে খোঁজে ?
ওদের তুমি বলে দিও – খুব শিগ্রই আবার আমাদের দেখা হবে
মাত্রতো কিছুটা দিন ।


তোমারও যখন একা একা মনে হবে –
গুন গুন করে ওই গানটা গাইবে
যে গানটা তুমি আমাকে শোনাতে ।
আর আমি ? দেখিনা বেঁচে থাকার প্রয়োজনে
নিজেকে কতটা যোগ্য করে তুলতে পারি
হয়ত এবার পারব ।


০৬/০৭/১৭