মানুষ একদিন সব ভুলে যায়
কতো স্মৃতি কতো সুখ- আনন্দ
প্রিয় মুহূর্তগুলো; সব ভুলে যায়।


হাজারও কথামালা ; তারাভরা রাতের গল্প
জানালার পাশে হাসনাহেনার গন্ধ
এবং কি প্রিয় মুহূর্তের স্পর্শের অনুভূতি
ভুলে যায়; মানুষ সব ভুলে যায়।


আরো ভূলে যায় - রক্ত মাংস এক করে
চৈত্রের দুপুরে ঘর্মাক্ত শরীর অসীম পথ হাটা
মানুষটির কথা।
অবহেলায় অযত্নে যে মানুষটি আজ তোমাদের
চিলেকোঠায় পরে আছে - তার কথাও
আজ ভুলে গেছো - এটাও মানুষ ভুলে যায়??
হ্যা মানুষ ভুলে যায়।।


যে মানুষটা বিশ টাকা বাঁচানোর জন্য
দুপুরের খিদে ভুলে যায়
সেই মানুষটাকেও একদিন
অতি আপনজনরা ভুলে যায়  
মানুষ ভুলে যায়।।
অতএব তুমিও ভুলে যাও
অতশত রঙ্গিন স্বপ্ন
পারবে? হয়তো না ;
তবুও একটু চেষ্টা করে দেখো।।


১৭/০৩/২০২২
খিলখেত ঢাকা