আমার গায়ের সেই মাঠেতে
যেথায় উড়াই গুড়ি ,
মন যে আমার ছুটে চলে
সেথায় যেন ফিরি ।


আজ সকালে বাদল দিনে
আম গাছেরও তলে,
আম কুড়ানোর সুখে ভাসি
বৃষ্টি ভেজা জলে ।


দূর মাঠেতে রাখাল ছেলে
দস্যিপনায় মাতে ,
সুর তুলে যায় রাখালিয়া
বাঁশের বাসি হাতে ।


বারে বারে ইচ্ছে করে
ফিরি আমার গায়ে ,
সারা জীবন থাকব আমি
রাখাল ছেলে হয়ে ।