দুরন্ত বসন্ত এসে গেছে হয়তো -
প্রকৃতির রঙ্গে ভেসে চলেছে
গাও গ্রামের প্রতিটি পাড়া ।


বসন্তের সকালে ঝিকিমিকি করে ওঠে
ফাল্গুনের রোদ ,
পাখিদের চঞ্চলতায় মুগ্ধ সে সকাল ।


এখন শহরের চায়ের টেবিলের আড্ডায় বসে
অতীত বেদনায় ভেসে যাই ।


যদি কারো চোখের সামনে ভেসে ওঠে
ছেলেবেলার গ্রাম
তার হয়তো অনুভবে আসবে – সেকি অনাবিল সুখ ।


আমার মন বার বার ফিরে পেতে চায়
দুরন্ত সে ছেলেবেলা – এবং
মাছরাঙ্গা গুড়ি , লাটিম , ডাংগুলির গুটি
সব কিছু আজ হারিয়ে যাবার পথে ।


এখন শুধু সৃতির ফ্রেমে বেঁধে রাখা
আমার সোনালী অতীত – এবং
ছেলেবেলার ধূলী মাখা গ্রাম ।