সত্যি বড় অপূর্ব ছিল তোমার সে খেলা
এ খেলায় –
তুমি জিতেছ ,
আর আমি হেরেছি ।


তুমি পেয়েছ অনাবিল সুখ
আর আমি অপার যন্ত্রণার সাথে
পাঞ্জা লড়ে চলেছি ।


হয়তো একদিন তুমিও বুঝবে ।
সূর্যাস্তের শেষ মুহূর্তে এসে
দূর থেকে তাকিয়ে দেখবে
একটি সুন্দর দিনের বিনাশ হয়ে যাওয়ার দৃশ্য
তখন হয়ত চলে যাওয়া সকালের কথাই ভাববে ।


আমি জানি এ সূর্য কখনো পারবেনা
সে সকালকে ফিরিয়ে দিতে ,
বিরহী হয়ে কি লাভ হবে তখন
সকালের কাজ বিকেলে হয় কি করে ?


সবার জন্যই সকাল আসে
সকালের শুভ্রতাকে বিনাশ করে
বিকালের দীর্ঘশ্বাসের কোন মূল্য থাকেনা ।