সে সকাল কতনা মধুর ছিল
স্পর্শ আর অনুভুতির সে সকাল ।


গরম চা আর টোস্ট বিস্কিটে
জমে যেত দুজনের আড্ডা ।
মনে পরে - ?
অনেকবার আমরা বৃষ্টি ভেজা সকাল বেলা
বারান্দায় দাঁড়িয়ে গোলাপের ভেজা পাপড়ির
শীতল হওয়ার দৃশ্য দেখেছি ।


কখনো আমি কাঠের হাতলওয়ালা চেয়ারটায়
হেলান দিয়ে বসেছি – আর তুমি
আমার পিছনে দাঁড়িয়ে আঙ্গুলে চুলের আঁচর দিয়ে যেতে
আর আমি তখন চোখ বন্ধ করে
আমাদের ভবিষ্যৎ রচনা করতাম
কোথায় সে আমার স্বপ্নিল ভবিষ্যৎ  ?


এখন আমার চোখের সামনে ভেসে ওঠে
পীড়াদায়ক সে অতীত ।