প্রায় দুপুর হয়ে এসেছে ; সবে মাত্র বারান্দায় দাঁড়িয়েছি
কি এক অদ্ভুত অনুভূতি আমাকে স্পর্শ করে গেল -
আমি ভাল করে চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম
শিমুল গাছটা ফুলে ফুলে লাল হয়ে আছে ; চারদিকে কেমন
মৌ মৌ গন্ধ । গাছে গাছে কচি পাতার ফাকে ফুলের উপর বসে
মধু পান করছে প্রজাপতি আর মৌমাছিরা । পাখিদের কলরব –
তাহলে কি বসন্ত এসে গেছে ?


এখন জীবনের কত বসন্ত যে এভাবে আসে টের- ই পাই না
তবুও সুভাসিত হই বসন্তের ঘ্রাণে ; রাঙ্গিয়ে ওঠে আমার মন
রঙ্গিন ফুলের পাপড়ির আহবানে ।


মনে নেই আমার –
কোন শেষ বসন্তে আমি প্রান খুলে বসন্তকে
বরণ করে নিয়েছিলাম , শুধু মনে আছে সে বসন্তে –
তুমিও আমার পাশে ছিলে আর আমাদের সে বসন্ত ছিল সুখের চাদরে মোড়ানো শেষ বসন্ত ।


তবুও বসন্ত আসুক
জীবনের প্রতিটি বসন্তে অন্তত তোমাকে মনে করে পুলকিত হব
জানিনা তোমার অনুভূতিকে এ বসন্ত স্পর্শ করে কিনা  !!


১৩/০২/১৭
মুজারমিল