কি অসম্ভব যন্ত্রণা
মানুষের কি এমন সময়ও যায় –
যে সময় খূব-ই  নির্মম , নিষ্ঠুর আর যাতনাময় ?


আমিতো আর পারছিনা
মনে হয় আমিই আমার না
প্রতিটা মুহূর্ত কি ভীষণ পীড়াদায়ক
চারদিকে কত পরিচিত মুখ কত আপনজন
সব যেন কেমন অচেনা লাগে  


মনে হয় কোনো এক অচেনা শহরে এসে পরেছি
যে শহরের প্রতিটি অলিগলি আমার চেনা  
অথচ মানুষ গুলি খুবই অচেনা
একবার মনে হয় আমি কি পথ হারিয়ে ফেলেছি
না ; ঠিকই তো আছে –
তাহলে ?
আমি নিজেই নিজের কাছে কোন উত্তর খুজে পাইনা  


১৯/০২/১৭
মুজারমিল