শুভ্র সকাল বেলা ; ঘুম থেকে উঠে বেরিয়েছি  -
প্রভাত ফেরির মিছিলে ।
কতো মানুষ , লম্বা মিছিল । মৌন মিছিল ।
কোথাও কোন সারা শব্দ নেই
অজস্র মানুষ খালি পায়ে ফুল হাতে হেঁটে চলেছে শহীদ মিনারের দিকে  
ভালবাসায় চোখের কোনে জল জমে গেছে সবার ।


কি অদ্ভুদ ভালবাসার মিছিল
এ মিছিল তোমাদের জন্য –
কত রক্ত দিয়েছিলে তোমরা ; কত ত্যাগ কত অত্যাচার জুলুম
সহ্য করেছিলে শুধু ভাষার জন্য
আমার মায়ের ভাষা এই বাংলা ভাষার জন্য ।


যে ভাষায় আজ কথা বলছি
মুক্ত চিন্তায় লিখছি
সেতো তোমাদের জন্য
তাই তোমাদের হাজার সালাম ।
হাজার বছর বেঁচে থাক আমার একুশে ফেব্রুয়ারী  ।


২০/০২/১৭
মুজারমিল