যমুনার তীর ভাঙ্গা ধূসর প্রান্তর
আজও আমার চোখে শ্মশান হয়ে ভাসে ।


নিরন্ন মানুষের আর্তনাদে –
আকাশের কালো মেঘের চুড়া ভেঙ্গে খান খান হয়ে পরে
তুলসী পাড়া গ্রামে ।
বাপের ভিটের ধূলিকণা যমুনার জলে মিশে
পাড়ি দেয় আমিরনের মায়ের কান্নার বুক
গর্ভবতী মা চেয়ে দেখে অনাগত শিশুর
অপ্রত্যাশিত ভবিষ্যৎ ।
বুকের ভিতর চাপা কান্না হু হু করে ওঠে
চোখে জল পরে ।


যমুনার তীরে পর্যটকের ভীর জমে
ক্যামেরা বন্দি হয় তীর ভাঙ্গা দৃশ্য ; ঘোলা জলের ঢেউ  
কিন্তু কখনো কোন ক্যামেরা দেখেনি –
আমিরনের মায়ের কান্নার মুখ
বাপের ভিটে হারা শোকাহত পঁয়তাল্লিশ বছরের ফজলকে ।


আমি দেখেছি – যমুনার অনিয়ম
ক্ষুধার্ত  অস্থির হাজারও অসহায় মুখ ।  
আমি দেখেছি –
চোখের সামনে মিশে যাওয়া
তুলসি পারা গ্রাম ।


৩০/০৭/০৬
গাজীপুর