অনেকটা দিন চলে গেছে আমার জীবন থেকে  
আমি বুঝতেই পারিনি আমার জীবন থেকে হারিয়ে গেছে –
রাঙ্গা শৈশব , দুরন্ত কৈশোর , তারুণ্যের  কিছুটা সময়
এখন আমি সংসার করি , বউ আর ছেলে পুলেদের নিয়ে জগতসংসার
এখানে শুধু ভাত কাপড়ের চিন্তায় পৃথিবীটা হারিয়ে ফেলা
আমি কখনই ভাবিনি – একদিন আমাকে এই কঠিন বাস্তবতা
এমন এক সময়ের সামনে দাড় করাবে ।


তবুও মনে হয় আমি ভালই আছি  
কেন ভাল থাকবনা
ভাল যে থাকতেই হবে – আমার জন্য না হলেও  ।


এখন আমাকে ঘিরে কত মানুষের আশা ভরসা ; অবলম্বন
তাই নিজেকে আর ইচ্ছে করলেই ছেরে দেয়া যায়না মুক্ত আকাশে
তাইত নিজেকে আর নিজের মত ভাবিনা
কারন  আমিত আর আমার নই ।  


২১/০২/১৭
মুজারমিল