আমরা কজন বসে আছি
বোশেখ মাসের রাতে ,
তাল মিলিয়ে খেলা করি
চাঁদ তারাদের সাথে ।


পাগলা হাওয়ায় বাবরি দোলে
কাঁঠাল গাছের তলে ,
সিথি করা চুল ভিজেছে
বৃষ্টি ঝরা জলে ।


আম পেকেছে জাম পেকেছে
পাক ধরেছে তাল ,
চাল কুরেছে মায়ে আমার
আসবে জামাই কাল ।


মন কেরেছে আজকে আমার
নতুন ধানের ঘ্রানে ,
রাত বেড়েছে ভোঁর হয়েছে
পাখির কলতানে ।


১৯/০৫/১০
ভালুকা