লজ্জায় লাল হয়ে যাওয়া তোমার কাচুমাচু প্রিয় মুখ
আমি কতবার দেখেছি
অথচ , সেই তুমি ?
ভাবতে অবাক লাগে ।


সেই তুমি আজ কি করে  
মুষ্ঠিবাঁধা হাত উড়িয়ে রাজ পথে মিছিল কর
রাবার বুলেট, টিয়ার গ্যাস ,  
কতবার তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে
পুলিশের লাঠির আঘাতে
ঝরেছে কপাল থেকে সিদুরের মত রক্ত ।


এ রক্ত কার জন্য বিলিয়ে দিয়েছ তুমি
এ প্রশ্নের উত্তর তুমিই দিতে পার ।
তোমার এ কাণ্ডগুলো হাজার জনতা
রাস্তার দু পাশে দাঁড়িয়ে মর্ম চিত্তে উপভোগ করে
ক্যামেরা গুলো কতনা ডঙে
টেলিভিশনের পর্দায় তোমাকে আনে ।


কখনো কি কেও ভেবেছে  
গৃহ কন্যা কেন রাজপথের মাথায় চরে
মিছিল করে ?


০১/০৩/০৯
ভালুকা