পথ হারিয়েছি সাহস হারাইনি
তাইতো এখনো আমি পথের মাঝে পথ খুজি
রাত তো শুধু অন্ধকার ডেকে আনে
তার মাঝেও আমি এক ঝলক আলো খুজি
যেখানে আমি আর আমার অতি প্রিয় কষ্ট গুলোর সাথে
বসবাস করতে পারি  ।


অনেকে বুঝেও কেন জানি বুঝতে চায়না  
কেন ? আমার খুব জানতে ইচ্ছে করে
আমিও তো রক্ত মাংসে গড়া তোমাদের মত মানুষ
আমার কোন দুঃখ, কষ্ট, আবেগ থাকতে পারেনা ?
সেটাই তোমরা বুঝতে চাওনা
সেটা তোমাদের ব্যাপার ; তাহলে আমাকে আমার মত
থাকতে দাও ।


আমি আকাশের মাঝে মেঘের উপর একটা বাড়ী বানাব
রাতের বেলা চাঁদের আলো এসে পরবে সে বাড়ীর উঠোনে
রুপালী জোস্নায় আমি ভেজাব নিজেকে
আর আমার প্রেমের অমর কবিতা লিখব
যে কবিতার নায়ক আমি নিজেই
সেখানে আমি কখনো হারবনা ।


২৫/০২/১৭
মুজারমিল