ক্ষিপ্ত বুলেট নিরীহ বুকে
হেনেছিল যখন আঘাত ,
মানুষের রক্তে রঞ্জিত হল
ঢাকার যত রাজ পথ ।


দু তলার পিছে গলিটার মোড়ে
এখনো ফেলে মায় চোখের জল ,
বন্দুক কাধে খোকা ফিরবে
পতাকা হাতে ঝলমল ।


রক্তের দাগ মিশে গেছে আজ
এখনো ফিরেনি খোকা ,
মা বলেছিল যুদ্ধে যাসনে
আমার দিকে ফিরে তাকা ।


খোকা বলেছিল বাঁধা দিওনা মা
আমরা হতে চাই স্বাধীন ,
তবেই তোমার কোলে ফিরব
পতাকা হাতে সেদিন ।


স্বাধীন হল দেশ স্বাধীনতার পতাকা
আকাশে উড়ে পত্ পত্ ,
দুখিনী মায়ের খোকাকে ছাড়া
এখনো কাটেনা রাত ।


০৩/০৩/২০০১
ডাংধরা