পাহাড়ের পাদদেশে কত অলিগলি
সেই মেঠো পথে মোরা হেটে হেটে চলি ।
শ্যামলা প্রকৃতি আর পথ ঘাটের বালি
সবের সাথে হয়ে গেছে গভীর মিতালী ।
পৌষালী রোদ ঝির ঝির হাওয়া
এমন জায়গা কোথায় যাবে পাওয়া ?
পাখির কণ্ঠে শুনি সুরেলা গান
সুরের নদীতে যেন করিতেছি স্নান ।
চলে গেছে বহু দূরে নদী আঁকাবাঁকা  
কখনো হয়নি এসব ছবি আঁকা ।
এখনো দেখার কত কিছু রয়ে গেল বাকী  
মনে কয় আজীবন এখানেই থাকি ।
যেতে নাক মন চায় ডাকে মাটির ঘর
আবার আসব ফিরে যদি পাই অবসর ।


১৫/০১/০২
ডাংধরা