হে আমার গ্রাম
তোমার কথা আজ বড়ই মনে পড়ে।
সেই সবুজে সজ্জিত খোলা দিগন্তে
সুতা কাটা ঘুড়ির মত ছুটে চলার কথা
বড়ই মনে পড়ে
                    গোল্লাছুট
                               দাঁড়িয়াবান্দা  
                                           কানামাছির
গাঁথা গুঞ্জন আজও সুর হয়ে বাজে এ হৃদয়ে ।
মায়ের আঁচলের মত পবিত্র উঠোনে
সোনালী ধানের আলপনায় – আমার গ্রাম ।


ভোর বিহানে
এক ঝাক শালিকের ডাক আজও শুনি ; কল্পনায়
বাস্তব সে কত দূর ?


এখন আর পাখিদের নীড়ে ফেরার দৃশ্য দেখিনা
মাও বকে আর সকালে ঘুম থেকে জাগায় না
এখন ঘুম ভাঙ্গে শহরের কলকারখানার বিশ্রী শব্দে ।


০৫/০৪/০২
গাজীপুর