কানামাছি গোল্লাছুটের
দিন হল মা শেষ ,
পল্লী গানের আসরগুলো
কোথায় গেল দেশ ?


গান গেয়ে আর দাড় টানে না
পদ্মা নদীর মাঝি ,
চড়ুই ভাতির আড্ডা আজি
আম্র তলে খুঁজি ।


হারিয়ে গেছে রাখালিয়ার
মধুর বাঁশের বাশি ,
কাল রঙের লম্বা চুলের
সেই গায়েরও চাষী ।


এইতো সেদিন ঐখানে
ছিল ধানের ক্ষেত ,
এখন সেথা দালান কোঠা
পাথর কাঁটা শ্বেত ।


২৯/০৭/০৪
কোনাবাড়ী