সে এক সন্ধ্যা –
সূর্যাস্তের সোনালী আভা তোমার মুখে এসে
তোমাকে আরও অদ্ভুদ সুন্দর দেখাচ্ছিল ।
সে সুন্দর ; কেবলি সুন্দর
আমার অসতিত্বে সে সুন্দরের পরশ
আজও শিহরিত করে তোলে ।
তখন আবার মনে পরে তোমাকে
নতুন করে জানার ইচ্ছে জাগে ।


এখনতো সন্ধ্যা নামে
সে সন্ধ্যা কেবলি বিষণ্ণতা বাঁড়ায়
এখন সেই সোনালী আভায় ভেসে ওঠে
তোমার অদ্ভুদ ক্লান্ত মুখচ্ছবি ।


দীর্ঘশ্বাস ছাড়ি
চারদিকে তাকাই
রাত নেমে আসে                
ধু ধু রাত হামাগুড়ি দিয়ে চলে
পিছু পিছু আমি -- ।
০৯/০৯/০৪
কোনাবাড়ী