এ ফাল্গুনে আজই  প্রথম শীতল বৃষ্টির জলে
গা ভেজালাম ; দারুন এক প্রশান্তিতে আমার মনটা ভরে গেল
কি অদ্ভুদ শিহরন । যা বহু বছর আগের অনুভুতিকে স্পর্শ করে গেল।


বর্ষা আমার ভাল লাগে
ভাল লাগে বর্ষার জলে ভিজে আম কুড়াতে
আর আঁধার রাতে ঝড়ের সাথে লরে নিজেকে নিয়ে গেছি
সেই স্বপ্নের দেশে যেখানে আমার কবিতার সাথে প্রথম পরিচয় হয়েছিল
তার পর প্রেম ; যে প্রেম আমাকে এখন প্রতিতি বর্ষায়
নতুন কবিতা লিখতে বাধ্য করে ।


খুব বেশি মনে পরে আমার ছনের ঘরে খেরকির পাশে বসে
দুরের আকাশ দেখেছি ; সবুজ গাছপালা ,পাখিদের ঘরে ফেরা
জিঞ্জিরামের নদীতে পালতোলা নাও
এ সব কিছু আবার আমাকে খুব কাছে টানে
বছরের কোন এক সময় এখনো গায়ে যাই  
আর চোখে পরেনা সে সব  
এখন মরে খাল হয়ে গেছে আমার প্রিয় জিঞ্জিরাম
সে নদীতে আর পালতোলা নাও চলেনা
সবকিছু কেমন যেন অচেনা হয়ে গেছে


তাই এ বর্ষায় এসে শুধু বিরহে মন পোড়ে ।


১১/০৩/১৭
গুলশান