হে বন্ধু, দেখি তোমাদের মুখ
নিক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে
ডাকব তখন ; যখন তোমরা রবে
যে যার পৃথিবীতে ।  


সারা দিয়ে এসো একবার
তারকারাজির রাজ্য থেকে ছুটে এসো
বাধাহীন উল্কার মত
ভুমিকম্পের মত গিয়ে বুকে জড়াব ।
মিশে থেক চঞ্চল বায়ুর সাথে
প্রতি নিঃশ্বাসে যেন পাই ।


এই পরিচিত মুখগুলো হয়ত
একদিন বিবর্ণ হয়ে যাবে –
সেদিন চিনে নেব তোমাদের
শরীরের ঘামের গন্ধে ; খুলে দিও
শার্ট, কোর্ট, অথবা পাঞ্জেবির বোতাম
হৃদয়ের স্পন্দনে জেনে নেব –
পরস্পরের অনুভূতি ।


২৫/০২/২০০১
ডাংধরা