পূব আকাশে লাল হয়ে যায়
৭১ এর রক্ত ,
বীর বাঙ্গালীর মনোবলই
ছোরার মত শক্ত ।


তাইতো সেদিন ঢাকার ধুলোয়
ধূসর হল রাজপথ,
স্লোগানের ভাষায় বলা
স্বাধীনতার শপথ ।


বাঙ্গালীদের বুকের ভিতর
তীর ভেঙ্গে যায় স্রোত ,
মাগো তোমার অপমানের
নেবই প্রতিশোধ ।


সাথে আছে মায়ের দোয়া
বুকে মনোবল ,
অস্র হাতে কে যাবিরে
আমার সাথে চল ।


পলাশীর অই আম বাগানে
জমবে আবার খেলা ,
বিজয় নিশান উড়বে এবার
মায়ের মুখে বলা ।


০৮/০৩/০৬
কোনাবাড়ী