আমি ভুলেও আর ভুল করে
তোমাকে চিঠি দেব না ;
আমার শেষ চিঠির উত্তর খুজতে গিয়ে
কেটে গেছে জীবনের পনেরটি বেদনাদায়ক বসন্ত ।


আমি আর তোমাকে মনে করিয়ে দেবনা
ঝড়ের মত আমাদের বৈশাখী অতীত
তুমি তোমার মত থাক আর আমি ঠিক আমার মত ।


ক্লান্ত দুপুরে অবসাদের জন্য
হয়ত আর কোনদিনই যাওয়া হবে না
তোমাদের কাঁচামিঠা আম গাছের তলে ।
এখন আমার বিশ্রাম –
আলো আঁধারী চার দেয়ালে ঘেরা
এক সুখের ঘরে
এ সুখ শুধু আমার ।


২০/০৬/০৮
ভালুকা