হয়তো আমি ভুলে যেতে চাই -
আমার পুরানো সব দুঃখ বেদনা  
ভুলে যেতে চাই ভুল করা সব ভুলগুলোকে  
এ শপথ আমি প্রতি নববর্ষেই করি ;
নতুন বছরের আগমনে নতুন প্রত্যাশায় মেতে উঠি
পকেটের সর্বশেষ দশ টাকা দিয়ে একটা লাল টকটকে গোলাপ কিনি  
আর নতুন বছরকে স্বাগত জানাই নতুন কিছু পাব বলে  ।


সে পাওয়া আমি কোনদিনই পেয়েছি কিনা জানিনা
তবে দেখেছি – কত মানুষ রঙ বেরঙের পোশাক পরে
শোভাযাত্রা বেরয় ; গান বাজনা চলে অলিতেগলিতে
মেলা বসে গঞ্জের হাটে , যাত্রা পালা হয় এ গায়ে অ গায়ে
আর শহরের সভ্য মানুষ গুলো ইলিশ আর পান্তা ভাতের আড্ডায়
জমে ওঠে  
আমিও এ আনন্দে এদের মাঝে হারিয়ে যাই –
নতুন এক সুখের নেশায় ।


কিন্তু আমার কেন জানি মনে হয় এ সুখ আমার নয়  
পর মুহূর্তেই আবার আমার কষ্টগুলো জোর হতে থাকে  
বেদনার জল ঝরে ; তাই বলে এ আনন্দে আমি মাতোয়ারা হবোনা ?
তবুও বলব – সব বেদনাকে ভুলে গিয়ে নববর্ষ তোমাকে
স্বাগত জানাই ।
১৩/০৪/১৭
গুলশান