কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে
যখন জানালার পর্দা পেরিয়ে বৃষ্টির স্পর্শ আমার গায়ে লাগছিলো
সত্যি- তোমাকে খুব মনে পড়ছিল ।  


আমি জানিনা তোমার চোখে কোন অতীত স্মৃতি ভেসে উঠেছে কিনা
যাক; তাতে আমার কিছু যায় আসে না  
সেটা একান্তই তোমার ব্যাপার ; তোমার ভাবনা নিয়ে আমি আর ভাবতে চাই না ।


যখন সকাল হলো- ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম
ঘন মেঘে ডাকা ধূসর আকাশ ; তখনো বৃষ্টি ঝরছিল অবিরাম ।
আমি হাত বাড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করলাম
চোখের পাতা ভেজালাম
আমি আনন্দে শিহরিত অনুভব করলাম
খুব কবিতা লিখতে ইচ্ছে করছিলো ; প্রেমের কবিতা
পারলাম না । কারন আমিতো সব কিছু হারিয়ে ফেলেছি  
কবিতার কোন আয়োজন এখন আর আমাকে দোলা দেয় না ।


অবশেষে ভাবলাম আজ বৃষ্টিতে ভিজবো
তাও পারলাম না – ঠাণ্ডা জ্বর হবে ভেবে
একটা সময় এতো কিছু ভাবার প্রয়োজন অনুভব করি নাই
কারণ ভালোবাসাটা তো ছিলো !!


১১/০৭/১৯