কতদিন পরে...
শূন্যতায় আবীরে
যখন ঝর্ণার ধারা
ক্রমেই চিত্তে ক্ষরণ আঁকে,
নির্মল স্নিগ্ধ শীতল অনুভূতির নির্যাস - উষ্ণতার সাজে তুমি এলে হৃদ-মন্দিরে!


শরৎ ছোঁয়া ফাগের দোলায়
সারা মরুতটে এক বর্ণিল ছন্দের ঘ্রাণে প্রাণ ফিরে পেলো...!


ওগো সখি নিশির সুবাস,
দুর্বিসহ নিঃসঙ্গতার অবসান হলো, আমার প্রহরের ক্ষণগুলো সুবাসিত বসন্তে ভরে গেলো!!


চৈত্রের দাহে তপ্ত ভেলা এখন ভাসে হেলে দুলে কূলে কূলে!
অন্তহীন ভালবাসার সবুজ শ্যামল ফুলে!


সেই সত্যটুকু স্ফুটিত হলো এতক্ষণে সার্থক হলো পথচলার প্রেরণা, তুমি থেকো আমার বাগান হয়ে, যে বাগানের শ্রমিক আমি, নিবিড় পরিচর্যায় পাতা ফুটাবো, ফুল ধরাবো...!
সেই ফুলের ঘ্রাণে আমার তৃষিত দিবস - রজনীর ক্লান্তি নিমিষেই দূর হবে!!


স্বস্তির নিঃশ্বাস ফেলে তৃপ্তির দুচোখ ভরে শুধু তোমাকেই দেখবো, ভাসা চোখের মাঝে আমার ভালবাসা!!