ধূর্ত চাটুক প্রবঞ্চকরা
লুটে জনতার সব,
চিরকালীন এই তো দশা
দেখেন সবই রব!

মামাত ভাই খালাত ভাই
এটাই আজ পরিচয়,
কিসের রক্ত জারজ ওরা
ফাঁদে সজাগ নিশ্চয়!!

নেই পরিচয় নেই আদর্শ
ভাগ বাটোয়ারার দল,
শুয়োর হায়নার সুরৎ তাদের
খাবার বিষ্টা আর মল!

কপাল দেখো কালো ঘটা
ধার্মিক সেজে চলে,
সহায় সম্পদ অজস্র তার
শয়তান বুকের তলে!

নারী অর্থ পদ পদবী
চুটকি দিয়ে আনে,
আদিম নেশার ঘোরে কাতর
মাতাল আজও ঘ্রাণে!!

ছিলো এরাই থাকবে সত্য
এরা সর্ব সুখে,
গলার উপর পা তুলে দেয়
ইচ্ছে হলে দুখে!

হিজড়া যত চুড়ি পরে
নানান ঢঙ্গে চলে,
নৈতিকতা কথার কথা
সব ফেলেছে জলে!

পোষাক পরে গতর লুকায়
উপঢৌকন মুগ্ধ,
জান বাঁচানো ফরজ কর্ম
ফালতু শব্দ, 'যুদ্ধ!!'

চলো সবে গাঁজা টানি
বিভোর থাকি ঘুমে,
সবুজ বাংলার মাটি থেকে
ধুম-ধারাক্কা ধুমে!!