দেহের প্রতিটি অঙ্গের রক্তনালীতে যে প্রবাহ, সেই প্রবাহের ধারা থমকে দাঁড়ায়!


জীবন যুদ্ধে :পলি মাটি ভেসে ভেসে ব-দ্বীপ গড়ে!


সবুজাভ মন বেণুর সুরে সুর মেলাতে মুক্ত সমীরের আশে,
কত ফাগ-আবীরে ছেয়ে থাকা প্রহর, গোলাপ-সন্ধ্যার মায়া ত্যাগ করে...
কণ্টক বিছানো আলপথে যুদ্ধ করে, তীরবিদ্ধ রক্তক্ষরণে  ঝড় - ঝঞ্ঝায় ঈগল চিত্তে!


চৈত্রের মেলায় নীল রক্তচক্র জমাট বাঁধে, কঠোর শ্রমে!


হাসি ফোটাতে সোনার পায়রা মুখে,
নির্মম চাবুক আর্তনাদ, সহে পথ হাঁটে সময়ের পথে...!


না-শোনা কথা, চুপ থাকে, দুটি চোখে!


দিন গেছে, মাস পেরিয়ে বছর... এভাবেই অর্ধ শতাব্দী!!
যা গেছে, এর নীলাশ্রু কজন দেখে?


অস্তগামী সূর্য পিছু ফিরে চায়,
দেখে এক ঝাঁক শুভ্র পায়রা...
প্রশ্ন তোলে তারা, বলে দূর দূর ছাই...!!


ক্লান্তিতে নুয়ে আসে হিজল অরণ্য...!
অশত্থ বৃক্ষের আদলে ঠাঁই দাঁড়িয়ে!
পাহাড় সমতটে, বালুভূমে!!