বঙ্গবন্ধু নির্লোভ ছিলেন
সংগ্রাম জীবন তাঁর,
সত্য কথা এ দেশেতে
জুড়ি মেলা ভার!


জেলখানাতে জীবন গেছে
নিত্য কষ্ট শোক,
মানব সেবক দেশ দরদী
বলতো তাঁকে লোক।


লক্ষ প্রাণের মুক্তিযুদ্ধ
তাঁরই ডাকে হয়,
পাকি সেনা শাসক শ্রেণীর
রণক্ষেত্রেই ক্ষয়!!


জাতির পিতা অনেক ত্যাগে
সবুজ শ্যামল মন,
তাঁরই মতোন কজন আছেন
সূর্য  ত্রি -নয়ন?


অধম আমরা নিজ হাতেতে
নিভালাম ওই কুপ,
সেদিন সবাই খুনির দলে
ছিলাম নিথর চুপ!!


বঙ্গকন্যা শেখ হাসিনা
শেখ রেহানা বোন,
তাঁরাই এখন সোনার বাংলা
গড়ছে তোরা শোন্!


এসো সবাই হাঁতটা মেলাই
ভেদাভেদ নাহি আর,
ঐক্যে শান্তি ফুটবে কুসুম
কাটবে সবার ভার!
__