মিথ্যের ডামাডোলে সত্য নিখোঁজ হয়, সব সত্যও সত্য নয় ;অদ্ভুত এক ছদ্মবেশী সময়ের সাক্ষী হয়ে সবুজ ধূসর হয়!


কিছু কথা, কিছু ব্যথা ঠিক পাহাড়ের মত নিস্তব্ধ নীরব, পাহাড় ঘষে ঘষে ঝরনা হয়ে ঝরে!


অভিমান-ক্ষোভ, হতাশার বহির্প্রকাশ হলেও তার উন্মুক্ত নালা নেই ;ভাগ্যের নির্মম সত্য থাকে সুপ্ত,  আঁচড়ে নিখাদ মানচিত্র নিয়ে!


কামনা - বাসনা, এসব অভিব্যক্তির আপেক্ষিক তত্ত্ব হয়ে বেঁচে থাকে আমৃত্যু!


রৌদ্র যেমন, চন্দ্রের শোভা অভিব্যক্তিও মানুষের আভিজাত্য ;পরিচর্যার অভাবে কেউ কেউ গুলিয়ে ফেলে নিজ সত্ত্বাকে...!!


তবুও সত্য-সুন্দর অসুন্দরের পথে নিজেকে হারিয়ে বিতর্কিত হয় বাস্তবের ঘোরপ্যাঁচে!


জীবন রহস্যময়, সেকেন্ডের মাঝে গতি বেগবান নয় ছন্দ পতন ঘটে, অদৃশ্য ধাঁধার প্রভাবে!!


প্রেম সত্য, নৈসর্গিক সুখানুভূতির ছোঁয়া, অপ্রেমিকের অবক্ষয়ে প্রেম হয় প্রশ্নবিদ্ধ! একই ভাবে মানুষও...!


লুটেরা লুট করে সত্য - মানবতা, দ্বন্দ্ব সংঘাত স্বার্থের বলি হলেও বুঝেও কজন বুঝদার, প্রশ্ন সহজ উত্তরও সহজ, কিন্তু যুগ যুগ ধরে এ দশা ক্রমশ বাড়ছে, পচনের ক্ষয় রোগে!