পেছন থেকে সবকিছু আজ
হচ্ছে শুধু ভাই রে,
আমি অধম আমজনতা
কোথায় বলো যাই রে!


নীলে নীলে নীলাম্বরী
হউক না যত কালো,
ছুঁ মন্তর ছুঁ চুটকি দিয়ে
করবে তোমায় ভালো!


আকুপেশার পয়েন্ট চেনা
আছে, 'ওদের', জানা...
উঁৎ পেতে রয় সুযোগ বুঝে
জায়গায় দেবে হানা!


পুকুর শুদ্ধ পানি খেলো
মালিক ঠ্যালা চালায়,
হায়না স্বভাব শুয়োর গতর
এরাই এখন মেলায়!


সেবা বলো শ্রমই বলো
গুনতে হবে টাকা,
নইলে কপাল মন্দ হবে
ভাগ্যের চাকা ফাঁকা!


এতোই শক্তি অসুর যেনো
সবখানেতেই তারা,
কাজ হবে না পথটা চলতে
তাদের মর্জি ছাড়া!


এ অবক্ষয় বাংলার মাঝে
খুঁজে দেখো সত্য,
সমাজ এখন রসাতলে
এরাই খুঁড়ছে গর্ত!!


রুখতে তাদের জেগে উঠো
শুদ্ধ সোনা পাখি,
আবার বলছি দু'হাত মেলে
দুঃসময়ে ডাকি...!!


নইলে দেশটা ধ্বংস হবে
অনেক ত্যাগে পাওয়া,
বাঁচাও মানুষ সভ্য করতে
এটুকুই তো চাওয়া!!