আমায় দেবে সোনা তোমার ঐ ' চোখের ' ভাষা ?
মনের গহীনে সুপ্ত কথা ,সকল ব্যথা ..
তোমার একাকীত্বের সকল জ্বালা ,গভীর আশা ?
তা নিয়ে ছন্দে ছন্দে বানাবো কবিতা ।


আমি জানি তুমি গুণী ,প্রকৃতির নয়নমনি ..
বৈদূর্য্যের আধার প্রকৃতির ন্যায় স্নিগ্ধ চার ধার !
নীহারিকার আলো ভরা চিত্ত ,তুমি সাগরের খনি ;
তাই তোমার পানে হায় চাই নিয়ত বার বার ।


এসো তুমি হাতটা ধরো মোর ,দেখি স্বর্ণালী ভোর ..
সুবাসে সুবাসিত হবো দু 'জনে একান্ত নির্জনে ..
সিক্ত হই মুগ্ধ হই ,কেটে যাক অজানা ঘোর -
মুক্ত বিহঙ্গের মত উড়বো হাসবো মুগ্ধ মনে ।


জেন তুমি ওগো কাজল নয়না হৃদয়ের দীপ ...
তোমাকে আমি গহনে রেখেছি অতি যতনে বাঁধনে ;
তুমি মোর ভাললাগা ভালবাসার ব -দ্বীপ !
এ কূলে ঐ কূলে রবো মোরা 'এক 'হয়ে দু 'জনে ।