পথে-প্রান্তরে যারা অনাহারে ,প্রতিবন্ধী -
গতরে আছে কতজন ,কতটুকু জানি !
জীবিকার তাগিদে ,হাত পাতে আহারে ...
ব্যথাতুর অন্তরে !


অবহেলা -অবজ্ঞা-নীপিড়নের সাতকাহন -
সময়ের তালে তালে জরিয়ে চিরন্তন ,তবুও ;
বাঁচে ,আবেগী মন ...তাকিয়ে ,
আমাদের পানে ,
রেখে আকর্ষণ !!


ওদের আকুতি : দু’মুটো ভাত -
ভাবে না জাত ,বিকলাঙ্গ সময়ের মত ,
সাথে নিয়ে চলে পা ,দুটো হাত ;দেখেছি -
ফ্যালফ্যাল শফরী চোখের ,
কী নিদারুণ নাদ !!!


একটু আশা ,চায় ভালোবাসা -
মায়াভরা ভাষা ,ওরা ;
বিত্ত নয় ,কথায় মুগ্ধ চিত্ত ,
নিগ্রহ নয় -
মিষ্টি হাসি হোক নয় ভাসা ,খুব কী বেশী !
ওরা বাঁচবে তবে ,সূর্য উঠবে ,
দিবে আলো ,এ-টুকুই আশা !!!!