সবুজ হাসি আর হাসা হলো না -
নিয়ত-ই শ্রাবণের ঢল ,হৃদয়ের আল পথে সেই জন্মান্তরের !
আজও বহে নীরবে আঁকা -ব্যাঁকা পথে ...
প্রকৃতির মত উদার চিত্তে ,মেলে দিয়েছি আমার অরণ্যের ,
গহীন যত জানলা !
সূর্যের আলো,চাঁদের মায়া বিলিয়েছি নিস্বার্থভাবে ,
তবুও জোটেনি পাওনাটুকু !!


আসলে হায়েনা -শেয়াল স্বভাবে নিজকে রূপান্তর ,
করতে পারিনি বলেই উর্বর ভূমিতে আমার ফলন ফলে না ।
হৃদ-ডালে বসে না সাধের ময়না ,ধরা দেয় না বিত্ত বৈভব ,
এও এক মহীরুহ সমীকরণ বটে !!!


বুঝে গেছি ,দুর্গন্ধের মাঝে শ্বাস নেয়াটা কঠিন ,
উপায় তো নেই ...নিয়তি !
সত্য -সুন্দরের মর্যাদা ,অসুন্দর ,ধুরন্ধররা দেবে কীভাবে ,
কয়লা !


তাই আর নয় ,হিসাবের যন্ত্রটি নিয়ে বসি না জীবনের অর্থ খুঁজতে ,
যত গুণ-যোগ বাদ দিয়ে সময়ের সাথে সময়ের ভাগ করি ,করি বিয়োগ ,
আর কত , যা পাবো মনের স্বান্তনা এই তো পাওয়া ,
এর চেয়ে কী বা ছিলো চাওয়া ?
যোগ্যতার মাপকাঠি ,
জ্ঞানের পরিধি ,
দক্ষতার কারিশমা - এসবই সব ভূয়া !!!


সময়ের বিবর্তনে জোচ্চুরিদের জয় ,এটাই নিশ্চিত আজ ,
জেনে গেছি ...