কী এমন বয়স ছিলো তার
একূল ওকূল ছারকার ,
মারধোর -বাঁধা গালিগালাজ
ত্রাস ছিলো নিত্যকার !


ঠাঁই নেই ঘরে অশ্রু ঝরে
দুর্ভর প্রহর কাটে ,
সুপ্ত ব্যথা লয়ে সবুজ
দাঁড়ায় ঝরণার তটে !!


ভাবে কেনো এমন জীবন
আদর -সোহাগ শূন্য ,
প্রকৃতি হায় কত উদার
কানায় কানায় পূর্ণ !


খরতাপে শৈশব-কিশোর
জীবন্মৃতে ঢাকা ,
জোটেনি প্রেম ভালোবাসা
সবাই থেকেও একা !!


শহর থেকে পাহাড়-পর্বত
পল্লী মায়ের বুকে ,
এ-ঘর সে-ঘর ছিলো আশ্রয়
নির্ঘুম ধুঁকে ধুঁকে !!


দূর-সুদূরে বন বাদাড়ে
স্বপ্ন বুকে নিয়ে ,
একাই লড়ে পথ হেঁটেছে
স্পর্শবিহীন হয়ে …